

মাদিরীপুর প্রতিনিধি।। মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা গিয়ে দাড়িয়েছে তিনজনে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনকি সম্পাদক সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায় নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।