এবার সৌদি আরবের জেদ্দায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন

আন্তর্জাতিক।। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পথ খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাকে স্বাগত জানায়।

প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

  • Related Posts

    পাকিস্তানে মিসাইল হামলা চালাল ভারত

    আন্তর্জাতিক।। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়। এ হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন…

    উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

    আন্তর্জাতিক।। জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী সাড়ে ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *