

বাংলা মায়ের সংগ্রাম
আব্দুল্লাহ মাসুদ
বাংলা ভাষায় লিখছি আমি
গাইছি কত গান,
এই ভাষাতেই লিখলাম আমি
শত কবিতার শান।
দু চোখ ভরা স্বপ্নের আলোয়
রাঙালো এই বাংলা,
মাতৃভাষার জন্য জীবন দিল
এই বাংলার সাহসী ছেলেরা।
এই ভাষাতেই লিখে গেলাম
বাংলা মায়ের সম্মান,
হাজার বছর রেখো স্মরণে
এই বাংলা মায়ের সংগ্রাম।
এই ভাষায় মা শেখালো
খোদা তোমার পবিত্র নাম,
হাজার বছর রেখো খোদা
এই বাংলা ভাষারই দাম।
বুকের গভীরে জমে থাকা
হাজারো ভবিষ্যতের আশা,
বীর জাতির রক্তের বিনিময়ে
পেলাম এই বাংলা ভাষা।
ময়মনসিংহ, বাংলাদেশ।