বাজারে ফিরতে শুরু করেছে বোতলজাত সয়াবিন

আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। পুরোপুরি সংকট না কাটলেও অধিকাংশ দোকানেই এখন কম-বেশি বিভিন্ন কোম্পানির সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। তবে এখনও বেশিরভাগ জায়গায় পাওয়া যাচ্ছে না ৫ লিটারের সয়াবিনের বোতল।

শুক্রবার (৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মানিকদী বাজার, মাটিকাটা বাজার এবং ইসিবি চত্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এমন চিত্রই দেখা গেছে। বিভিন্ন মুদি দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, সুপারশপ ঘুরে দেখা যায়, অধিকাংশ জায়গায় ৫০০ মিলিগ্রাম, ১ ও ২ লিটার সয়াবিন তেলের বোতল কম-বেশি পাওয়া যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের যে অভাব তৈরি হয়েছিল সেটি এখন তেমন নেই। প্রায় দোকানগুলোতেই ক্রেতারা সয়াবিন তেলের বোতল চাইলে পাচ্ছেন। তবে এখনও দৃশ্যমান হয়নি সয়াবিনের ৫ লিটারের বোতল।

  • Related Posts

    প্রাণ স্পাইস প্রেজেন্টস ও নাহার কুকিং ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বিশেষ অতিথি সম্মাননা স্মারক পেলেন এস এম দেলোয়ার জাহান

    অবেলার ডাক।। প্রাণ স্পাইস প্রেজেন্টস ও নাহার কুকিং ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি (৬ষ্ঠ খণ্ড) প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে “বিশেষ অতিথি” সম্মাননা স্মারক পেলেন…

    গত ১৫ দিনে প্রবাসী রেমিটেন্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার

    অর্থ ও বাণিজ্য।। মার্চের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাড়ায় ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *