প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৬:২২ পূর্বাহ্ণ
নরপিশাচ

নরপিশাচ
রকিবুল ইসলাম
নাম ছিল তাহার আছিয়া
বেড়াইত হরষে সে খেলিয়া,
দর্শিয়া হইল ধর্ষকের লালসা
কোমলমতি শিশু হইল খেলনা।
মতি ভ্রম,পথভ্রষ্ট হইয়া
করলি তোরা এহেন বর্বরতা,
স্বীয় মানসরে করিস জিজ্ঞাসা
ঘটাইলি কেমনে এমন পৈশাচিকতা।
পাইবি সাজা ধরাধামে তোরা
ওই কূলেও ছাড় পাইবিনা,
উঠিল বটে শিশুটি বাঁচিয়া
কাঁদিয়া যাইবে জীবন কাঁটিয়া।
আত্মিয়তার সম্পর্ক ভুলিয়া গিয়া
অন্ধ,জাহেলিয়াত হইলি তোরা,
নরখাদক আর নরপিশাচ যাহারা
জাহান্নাম হোক তোদের ঠিকানা।
খুলনা, যশোর, বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক