নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে নতুন সম্ভাবনা

ফারিয়া আক্তার আশা, ভোলা।। বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উদ্যোক্তা হিসেবে নারীদের সফল হওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগের ফলে নারীরা এখন ব্যবসায়িক খাতে আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন।

সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গত পাঁচ বছরে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সংখ্যা ৩৫% বৃদ্ধি পেয়েছে। তারা ই-কমার্স, কৃষি, হস্তশিল্প, প্রযুক্তি ও সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উদ্যোক্তারা জানান, বিভিন্ন বাধা থাকলেও সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবেন।

নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোকসানা রহমান বলেন, “নারীরা ব্যবসায় নামতে ভয় পান, কারণ পুঁজি ও পরিবারিক সহায়তার অভাব রয়েছে। তবে প্রশিক্ষণ ও নীতি সহায়তা পেলে এই চিত্র বদলাবে।

অপরদিকে, বাংলাদেশ ব্যাংক নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে, যাতে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে ব্যবসা শুরু করা যায়। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, নারীদের স্বাবলম্বী করা গেলে অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তা নারীদের জন্য নীতি সহায়তা আরও বাড়ানো হলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। সমাজের সকল স্তর থেকে সহযোগিতা পেলে নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

  • Related Posts

    বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পুষ্টিবিদ থেকে মেধাভিত্তিক রাজনীতিতে ডা. জিয়া হায়দারের পথচলা

    এস.এম রেজাউল করিম।। রাজনীতির মাঠে ফিরেছেন স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন। তিনি মূলত রাজনীতিরই মানুষ ছিলেন, একজন নেতা ও কর্মী। তবে মাঝখানে একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত…

    বজ্রপাতে নিহত গৃহবধূ আসমা বেগমের সন্তানের পাশে নলছিটির ইউএনও

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি।। ঝালকাঠির নলছিটিতে ঝড়ের সময় বজ্রপাতে নিহত গৃহবধূর বাড়িতে তার সন্তান ও স্বজনদের খোজখবর নিতে ও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *