প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
ফিরিয়ে দাও বাংলা যৌবন

ফিরিয়ে দাও বাংলা যৌবন
শাহেনেওয়াজ উদ্দীন চৌং (সম্রাট)
কিসের হিন্দু, কিসের বৌদ্ধ
কিসের খ্রিস্টান, কিসের মুসলমান
এদেশটা মীরজাফরের
সর্বাধিক জনপ্রিয় স্থান !
ধর্ম সবারি আছে
পবিত্র হৃদয় কার?
কন্ঠস্বর সাজায় তাঁরাই
পবিত্র মক্কার !
কলমে কালিই আছে
হারিয়েছে লিখন ভাষা,
আমারই বাংলাদেশ
সবই তামাশা !
এমন স্বাধীনতা পেলাম
মিডিয়া বাবা বন্দি,
হাত বাড়িয়ে এলো যখন
মীরজাফরের সন্ধি।
এদল প্রতিবাদী আকাঙ্ক্ষায়
ঘুমিয়ে গেলো সবে,
রক্তের দাঁগ নজর ভরে
দেখবে তারা কবে !
জ্ঞানী-গুণীর প্রচুর কলাম
দেখছি জুলাই মাসে,
বীরের আশায় কাপুরুষ
যোগ দিয়েছে শেষে !
মৃত্যুর মঞ্চে এসে পড়েছি
চারদিকে মৃত্যু দিচ্ছে ডাক,
কবরের মাটিও মীরজাফররা
করতে বসবে ভাগ !
জেঁগে উঠো সবল মনে হে
বাংলার মায়ের প্রকৃত সন্তান,
আবারও ফিরিয়ে দাও
স্বাধীন বাংলার যৌবন ।
বাশখালী, চট্টগ্রাম।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক