বৃহস্পতিবার ঢাকা সফরে আসবেন জাতিসংঘের মহাসচিব

আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব।
এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় দিন জাতিসংঘের মহাসচিব ঢাকায় সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। এদিন তিনি তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব।

রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

  • Related Posts

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিনের ছুটি ঘোষণা

    অবেরার ডাক।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪…

    দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

    ঢাকা।। লন্ডনে প্রায় চার মাস চিকিৎসাধীন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *