ফারিয়া আক্তার আশা।। দেশব্যাপী নারী অপহরণ ও ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলায় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ভোলা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ভোলা জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলাম, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহ্বায়ক হাসনা আক্তার, সদর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনিকা হাবিবা,নাজিউর রহমান কলেজ টিম সভাপতি ইমাম হোসেন জিহাদ সহ সংগঠনের দায়িত্বশীলদের নেতৃত্বে , প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাষ্টি (পরিচালনা পরিষদের) চেয়ারম্যান আক্তার হোসেনের দিক নির্দেশনায় উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে নারী অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না। বিচারহীনতার এই সংস্কৃতি ধর্ষকদের আরও সাহসী করে তুলছে। বক্তারা জোর দিয়ে বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ বন্ধ করতে হলে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করাও জরুরি। পরিবারের শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের চর্চা নারীর প্রতি সহিংসতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদী র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক