দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে

ঢাকা: অন্তর্বর্তী সরকার দৈনিক ‘যায়যায়দিনের’ ডিক্লেয়ারেশন বাতিল করেছে। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা এক অফিস আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিনে প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না। কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। ফলে অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিনে প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।

  • Related Posts

    দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

    ঢাকা।। লন্ডনে প্রায় চার মাস চিকিৎসাধীন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান…

    • ঢাকা
    • মার্চ ২৮, ২০২৫
    • 76 views
    ঢাকা চীন সম্পর্ক আরও গভীর হচ্ছে

    ঢাকা।। বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীন পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *