দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে

ঢাকা: অন্তর্বর্তী সরকার দৈনিক ‘যায়যায়দিনের’ ডিক্লেয়ারেশন বাতিল করেছে। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা এক অফিস আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিনে প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না। কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। ফলে অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিনে প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।

  • Related Posts

    বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত

    সুমন দাস, গাজীপুর প্রতিনিধি।। আজ ০৪.১২.২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০ টা থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুরে ক্লাস পার্টি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।…

    উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত দেড় শতাধিক

    ঢাকা।। রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *