বরিশাল।। ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ১টার দিকে গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালকসহ এক যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত দুজন হলেন ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। অপরজন ভ্যানচালক স্বপন খান (৬০)। তিনি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক