মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ ও কাশ্মির

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মির ও লাদাখের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল।

শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ায় এসময় স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • Related Posts

    ট্রাম্পের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ

    আন্তর্জাতিক।। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়েছেন।…

    পাকিস্তানে মিসাইল হামলা চালাল ভারত

    আন্তর্জাতিক।। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়। এ হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *