গত ১৫ দিনে প্রবাসী রেমিটেন্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার

অর্থ ও বাণিজ্য।। মার্চের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাড়ায় ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।  মূলত ঈদ কে সামনে রেখে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজান মাসে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। অতীতেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে নয় কোটি দুই লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার।  এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।

  • Related Posts

    ট্রাম্পের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ

    আন্তর্জাতিক।। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়েছেন।…

    প্রাণ স্পাইস প্রেজেন্টস ও নাহার কুকিং ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বিশেষ অতিথি সম্মাননা স্মারক পেলেন এস এম দেলোয়ার জাহান

    অবেলার ডাক।। প্রাণ স্পাইস প্রেজেন্টস ও নাহার কুকিং ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি (৬ষ্ঠ খণ্ড) প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে “বিশেষ অতিথি” সম্মাননা স্মারক পেলেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *