প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
গত ১৫ দিনে প্রবাসী রেমিটেন্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার

অর্থ ও বাণিজ্য।। মার্চের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাড়ায় ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মূলত ঈদ কে সামনে রেখে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজান মাসে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। অতীতেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে নয় কোটি দুই লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক