ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব ইরানের

আন্তর্জাতিক।। ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) শত্রুর সম্ভাব্য যে কোনও হামলার বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে। রবিবার (১৬ মার্চ) ইরানের গার্ডস প্রধান হোসেইন সালামি টেলিভিশনে দেওয়া এক ভাষণের পরিপ্রেক্ষিতে এই হুমকি দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর নির্দেশ দেন। তিনি তেহরানকে এই গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ করতে সতর্ক করেন।

শনিবার ট্রাম্প বলেছিলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের জন্য হুথিদের হুমকি শেষ করতে যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেন, বিদ্রোহীদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। হুথিদের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।

অন্যদিকে ইরানের গার্ডস প্রধান হোসেইন সালামি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না। কিন্তু কেউ যদি হুমকি দেয়, তাবে উপযুক্ত ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত তারা। তিনি হুথিদের ইয়েমেনিদের প্রতিনিধি বলে অভিহিত করেন। এমন কি এই গোষ্ঠী তাদের কৌশলগত ও কার্যক্রমগত সিদ্ধান্ত তারা নিজেরাই স্বাধীনভাবে নেয়।

  • Related Posts

    ট্রাম্পের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ

    আন্তর্জাতিক।। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়েছেন।…

    পাকিস্তানে মিসাইল হামলা চালাল ভারত

    আন্তর্জাতিক।। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়। এ হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *