

সংযম
মোহাম্মদ কাদির
সংযম করে মিলানো সেবা
সরায়ে আপন পর,
যাহার বিহনে গড়েনি কোথা
সুখেতে কাহারো ঘর।
জগতে এখন চলছে কতো
আজব গুজব খেলা,
মনের বাঁধনে জড়িয়ে যেথা
গড়ায় আপন বেলা।
ভবের মিলে মোহেতে ঘিরে
ভাসালে জীবন তরী,
সোহাগে মোহে রাখবে তীরে
সুখেতে হৃদয় ভরি।
হাজার বাধা পারেনা কভু
করতে পৃথক মন,
সংযমে যেথা করেছে বাসা
ঝরেনা কখনো পণ।