প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৪:৪৭ পূর্বাহ্ণ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

জাতীয়।। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। এসময় ঐ যুবকের মৃত্যু হয়। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। এঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন।
এদিকে ঘটনার সম্পর্কে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবকে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত ১২ থেকে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক