প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
ছাত্র-জনতা বাংলাদেশের জনগণকে নতুন স্বাধীনতা এনে দিয়েছিল: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরির্বতনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা হারিয়ে যাবে কালের গর্ভে। আমাদের গণঅভ্যুত্থানের যাত্রা হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পুরোনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতা বাংলাদেশের জনগণকে নতুন স্বাধীনতা এনে দিয়েছিল। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা কাজ করবে। তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমাদের ভেতরে যেন কোনো চাঁদাবাজ, অপকর্ম করে এমন কোনো লোক যেন স্থান না পায় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে আমরা কখনো আপস করব না। সর্বপ্রথম আমাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুনভাবে সবাইকে সুসংগঠিত হতে হবে। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তৈরি হচ্ছে। এগুলোতে আপনারা ভূমিকা পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক