প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমুর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক।। প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন এবং কথিত শ্যালিকা সৈয়দা হক মেরির নামে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের ক্ষমতার পালাবদল হলে গত বছরের ৬ নভেম্বর ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমুকে গ্রেফতার করে পুলিশ। এর আগে অবশ্য ১৪ আগস্ট আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠিতে আমুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরে তার ওই বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা সহ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক