প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশকে ১৭ হাজার কোটি টাকার সহায়তা দিতে প্রস্তুত চীন

ঢাকা: বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে রয়েছেন। আগামীকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় ১৭ হাজার কোটি টাকার সহায়তা চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।
আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টা এবং চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে এক বিলিয়ন ইউয়ান (প্রায় ১৭ হাজার কোটি টাকা) সহায়তা চুক্তি সই হতে পারে।
সূত্র জানায়, গত বছর জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে গিয়েছিলেন। সে সময় চীন সরকার থেকে এক বিলিয়ন ইউয়ান সহায়তা ঘোষণা দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য সহায়তা প্রতিশ্রুতি আর এগোয়নি। এবার প্রধান উপদেষ্টার চীন সফরে মাধ্যমে এ বিষয়ে চুক্তি হতে পারে। চীন থেকে এই অর্থ অনুদান ও ঋণ সহায়তা হিসেবে পেতে পারে বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক