মাঝে মাঝে নিজেকে ভেঙে
আবার নতুন করে গড়তে হয়,
সম্পর্কগুলোকে পিচঢালা পথের মতো
নতুনভাবে ঢালাই করতে হয়।
নিজেকে নিজের খেয়াল খুশিকে
পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হয়,
কে পর কে আপন বুঝে নিতে হয়
কুহেলিকার মতো অন্ধবিশ্বাস থেকে
নিজেকে সরিয়ে আনতে হয়।
জীবন নদীর মতোই বহমান
নিজের পথ নিজেই করে নেয়,
কোন বাঁধা মানে না
কখনো বাঁধা এলেও নতুন পথের সন্ধানে,
ব্যতিব্যস্ত হয়ে পড়তে জানে।
নিজের মাঝেই নিজেকে
নতুনভাবে আবিষ্কার করতে হয়,
নিজের ভেতরকার কথা
কান পেতে শুনতে হয়।
শুনে দেখো মন কি বলে?
অনেক তো হলো,
আর কতো?
এবার নিজেকে চিনে নাও।
নিজেকে আগলে রাখো
নিজেকে ভালবাসো,
ভালবাসতে শিখো
নিজের ভুলগুলোকে খুঁজে বের কর।
দেখবে তুমি কত সুন্দর!
নিজেই নিজের আলোয় আলোকিত,
নিজেই নিজের
পরম আপন পরম বন্ধু।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক