ঢাকা চীন সম্পর্ক আরও গভীর হচ্ছে

ঢাকা।। বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীন পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বাড়াতেও বেশ আগ্রহী হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। উপ-প্রধানমন্ত্রী ডিং প্রধান উপদেষ্টাকে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন।  তিনি আরও বলেন, চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ববোধ করে বলে জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার তিন শতাংশ থেকে এক-দুই শতাংশে নামিয়ে আনার অনুরোধ করে। এ ছাড়া বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানায়।

প্রধান উপদেষ্টা চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা চান।

  • Related Posts

    বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত

    সুমন দাস, গাজীপুর প্রতিনিধি।। আজ ০৪.১২.২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০ টা থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুরে ক্লাস পার্টি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।…

    উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত দেড় শতাধিক

    ঢাকা।। রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *