ঈদ এলে হাসি খুশি
থাকে সবার মুখটা,
ঘরে ঘরে বিরাজ করে
ক্ষণস্থায়ী সুখটা।
নতুন নতুন পোশাকে
ভুলে যায় দুখটা,
দ্বিধা দ্বন্দ্ব ভুলে আরো
বুকে মিলায় বুকটা।
আকাশে বাতাসে ঈদের
বাজে খুশির বীণটা,
ধনী গরীব সবারই
কাটে ভালো দিনটা।
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক