খুব সুন্দর গ্রামীণ মেঠো পথ ধরে
এলাম বিশালাকার নদীর ধারে,
হরেক ফুলের চমৎকার প্রস্ফুটনে
ছাতিম ফুলের সুন্দর ঘ্রাণে।
অনুভব করি শান্তিময় সমীরণে
তোমার সৌন্দর্যে ধন্য আমি এ ভূবণে,
গেয়ে যায় সুমধুর সুরে হাজারো বিহগে
অকৃত্রিম সুরে যেন পরম অনুরাগে।
আমি এ সুন্দর পৃথিবীতে একা
আমার নেই কোন দৃশ্যমান প্রেমিকা,
খানিক পরে দেখি অপরুপা নারী আমার সামনে
একাকী হেটে চলে গানে গানে।
আমি পরম অভিভূত তার সুরে
মোহনীয় সৌন্দর্য দেখি জল, স্থল ও অম্বরে,
তোমার সুচারু ঠোটের কোনায় চমৎকার হাসিতে
সকল কিছু ম্লান মনে হয় এ মহীতে।
তুমি জানো না তুমি কত সুন্দরী
দেখে যাই নিরন্তরে তোমার রুপ মাধুরী।
যদি পেতাম তোমাকে আমার পাশে!
দেখতো সবাই সার্থক প্রেম অবশেষে।
ময়মনসিংহ,বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক