প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
সুখী জীবন

সুখী জীবন
মোঃ রিসালাত মীরবহর
রোগ-শোক থাকে যেথা
মনের সুখ নেইকো সেথা,
বেশি বেশি আল্লাহ কে ডাকুন
সর্বদা তার নির্দেশ মানুন।
তিনি প্রভু তিনি দয়ালু
তার দয়ায় বাড়ে আয়ু,
রোগ যায় কোথায় হারিয়ে
বান্দাকে দেয় হাত বাড়িয়ে।
বেশি চিন্তা করবেন না
দামী খাবার পেটে ভরবেন না,
অল্প খেয়ে তুষ্ট হন যদি
সুখে থাকবেন টিকবে গদি।
নাম আমার রিসালাত
সকালে খাই পান্তা ভাত,
যদি পাই সবজি শাক
দূরে ঠেলে দেই গোস ভাত।
লবন আমি খাই না
চিনিও আমি চাই না,
সুস্থ দেহ সুস্থ মন
বেচেঁ থাকতে সুখী জীবন।
সম্পাাদক, অবেলার ডাক
বরিশাল সদর, বরিশাল।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক