প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ণ
এপ্রিল ফুল

এপ্রিল ফুল
মোহাম্মদ কাদির
সমাজে যখন চলছে ধোঁকা
বোকা বানানোর খেলা,
হাজার বাহানা নিয়েছে ঘিরে
মানব জাতির মেলা।
হায়রে মানুষ বুঝেনা কোথা
রয়েছে নিবাস তার,
চাটুকারে আজ গিয়েছে ভরে
পাচ্ছে না কেহ পার।
মিথ্যার মাঝেই ডুবেছে সব
সত্যকে করেই হেলা,
ছল চাতুরীর জোয়ারে যেথা
ভাসাছে রঙিন ভেলা।
রঙের খেলাতে মেতেছে মন
পাগল যেথায় হিয়া,
হাজারো জনের বিপাক পথে
নিজের জীবন নিয়া।
জাগেনি যখন মনের চোখ
অন্ধ রয়েছে পথ,
বিচার বিবেক গিয়েছে হেরে
ধাঁধাই যোগীর মত।
স্যান্ডওয়েল, লন্ডন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক