প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ণ
ভালোবাসা

ভালোবাসা
মাসুদ রানা
ভালোবাসা অপেক্ষা নয়
ভালোবাসা বিশ্বাসে হয়,
ভালোবাসা গল্প মতো
ভালোবাসা সত্যি সতত।
ভালোবাসা দীর্ঘ শ্বাস
ভালোবাসা হয় বিশ্বাস,
ভালোবাসা প্রিয় আর
ভালোবাসা আমি তার।
ভালোবাসা নিজের জন্য
ভালোবাসা পেয়ে ধন্য,
ভালোবাসা সহজ সরল
ভালোবাসা অতি মুরল।
ভালোবাসা জেগে উঠে
ভালোবাসা খড়কুটে,
ভালোবাসা সূর্যের মতো
ভালোবাসা হয় না শত।
ভালোবাসা ধৈর্যের ফল
ভালোবাসা নাই ভুল,
ভালোবাসা তুমি আমি
ভালোবাসার স্বপ্ন বুনি।
ইরাক প্রবাসী
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক