প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণ
হেমন্ত এলো

হেমন্ত এলো
মজনু মিয়া
রাতের শেষে শীত লাগে
ছঁন্না ধান কাটে আগে
পাতার ডগায় জমে শিশির বিন্দু;
খেতের আঁইলে দাঁড়িয়ে
দূর সীমানা ছাড়িয়ে
মনে কৃষক গড়ে আশার সিন্ধু।
পাকা ধানের গন্ধে মন
ভরে থাকে সারাক্ষণ
পিঠা পায়েস ঘরে ঘরে রাঁন্ধে;
মলান মলা আঁটি ঝার
কৃষাণ কৃষাণীর খুশ বার
পাড়া পরশী উঠোন জোরে বাঁন্ধে।
মির্জাপুর, টাংগাইল।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক