প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
রক্তের বন্যা

রক্তের বন্যা
নার্গিস আক্তার
অকালে ঝরে গেল তরতাজা
গাজা বাসির জীবন,
ইহুদি জল্লাদ দয়া মায়াহীন
মানুষ মারার মেশিন।
আশ্রয়দাতা হয়ে তোরা
করলি বেইমানি,
পাবি সাজা ওরে বেইমান
হারাবি প্রাণ খানি।
লক্ষ লক্ষ জীবন নিলি
বইছে রক্তের ঝরনা,
কি বীভৎস চিত্রের লীলা?
ঝরছে চোখের কান্না।
ছোট শিশুদেরকে নিয়ে
করছিস কত খেলা,
কান্না আর্ত চিৎকার, মরছে
শিশু প্রতিবেলা।
গোপালগঞ্জ, বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক