প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:০৪ পূর্বাহ্ণ
বাল্যবিয়ে করতে এসে ভারতীয় নাগরিক আটক

অবেলার ডাক।। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাল্যবিয়ে করতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। ওই যুবকের নাম সুশান্ত নাথ (৩০)। তিনি কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতি কান্ত নাথের ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় লক্ষণ চন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। কিশোরী বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বিয়ের মূল আয়োজনকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তার খালা দিপালী বালা নাথের মাধ্যমে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষণ চন্দ্রনাথের মেয়ের সঙ্গে মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক