প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ণ
লাইসেন্স নেওয়া ৬ হাজারের বেশি অস্ত্রের কোন খোজ নেই

নিজস্ব প্রতিবেদক।। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত লাইসেন্স পাওয়া ৬ হাজারের বেশি মারাত্মক আগ্নেয়াস্ত্রের কোন হদিস মিলছে না। এসব অস্ত্র আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, স্থানীয় সন্ত্রাসী, জেল পলাতক আসামি, পেশাদার অপরাধী এমনকি রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে চলে গেছে বলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা জানিয়েছেন। এসব অস্ত্র ব্যবহার করে যেকোনো সময় ডাকাতি, ছিনতাইসহ বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (সর্বশেষ হিসাব অনুযায়ী) পর্যন্ত উদ্ধার হয়েছে ৪ হাজার ৩৭৩টি অস্ত্র, যা মোট লুণ্ঠিত অস্ত্রের প্রায় ৭৬ শতাংশ।
লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় ৬ লাখ ৫১ হাজার ৮২৬ রাউন্ড। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৪ লাখ রাউন্ড গোলাবারুদ। তবে ২৪ শতাংশ অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ এখনো উদ্ধার করা যায়নি, যা শীর্ষ ও পেশাদার সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, স্মল মেশিনগান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি), বিদেশি পিস্তল, শটগান ও চায়নিজ রাইফেল (সিআর)। অপরদিকে, গোলাবারুদের মধ্যে রয়েছে কাঁদানে গ্যাস লঞ্চার, গ্যাসগান, গ্যাস শেল ও স্প্রে, সাউন্ড গ্রেনেড, ফ্ল্যাশ ব্যাংক, স্টান গ্রেনেড এবং কালার স্মোক গ্রেনেডসহ নানা ধরনের বিস্ফোরক ও প্রতিরোধমূলক সরঞ্জাম। বিশেষজ্ঞরা মনে করছেন, লুট হওয়া অস্ত্রগুলো শুধুমাত্র ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসার জন্য নয়, বরং সন্ত্রাসী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধের হাতিয়ারে পরিণত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক