প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১:০২ অপরাহ্ণ
দিশেহারা

দিশেহারা
মোহাম্মদ কাদির
যতই ভাবছি ঠকছি ভবে
হয়েই উদাস মতে,
বিবেক বিহীন শূন্য যেথায়
মরছি চলার পথে।
দিশেহারা ঐ কামনা মাঝে
কাটছে সময় ঘোরে,
অচল যেথায় নিজের খুঁজে
আজকে অনেক দূরে।
মেঘলা দিনের ছায়ায় যবে
ঘিরছে পথের মাঝে,
আঁধার তখন মনের দোরে
বিদায় ঘন্টা বাজে।
দোসর দোসর করছি যেথা
মনটা বুঝার দায়ে,
সকল হায়রে পথ মেপেছে
কাঁটাই দিচ্ছে পায়ে।
বদলে যাওয়া ভুবন যেথা
চলছে নিজের তালে,
যায়না কোথাও পাল্লা দেয়া
বাতাস বিহীন পালে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক