নলছিটিতে নববর্ষ উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল খান।

সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার’র সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস এন্ড স্কুল কলেজের শিক্ষক মিলন কান্তি দাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মানবেন্দ্র মুখার্জি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল হায়দার খান বাদল, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান ও শাহীন আহমেদ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

  • Related Posts

    নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা…

    নলছিটিতে জোর পূর্বক গাছের তাল কেটে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ২ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *