নলছিটিতে ইট ভাটায় উপজেলা প্রশাসনের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ২৮ এপ্রিল দুপুর একটায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলো ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল।

  • Related Posts

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    দাখিল পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা

    জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিবেদক।।  ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বলছে,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *