প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
আম পাড়ি

আম পাড়ি
আব্দুস সাত্তার সুমন
বিশাল বিশাল উঁচু গাছ
বাড়ির উঠান মাঝে,
মামার জন্য আম পাড়ি
মধ্য বিকেল সাজে।
পল্লী গাঁয়ের শুদ্ধ আম
খেতে দারুন শখ,
লেবু পাতা কাঁচা আম
ঝাল ঝাল টক।
বৈশাখ মাসে অতি গরম
ঝরে পড়ে ঘাম!
কায়েস মামা আয়েশ করে
পাড়লো কিছু আম।
কাঁচা কাঁচা আম পেড়ে
মাথা গেছে ঘুরে!
আম ভর্তা খেয়ে সবার
প্রাণ গেছে জুড়ে।
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক