প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
নলছিটিতে সরকারি জমি দখল করে বাড়ি নির্মান বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি।। ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।
৪ এপ্রিল রবিবার বেলা এগারোটার দিকে মানপাশা বাজারে গিয়ে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। নীয় সূত্রে জানা গেছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এক নারী সরকারি খাস জমি দখল করে কয়েকদিন যাবত পাকা ভবন নির্মান করছিলেন।ভবনটি নির্মান করতে গিয়ে পাশে থাকা সরকারি শৌচাগারও ভেঙে দখল করে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে। মানপাশা বাজারের পূর্ব পাশে ব্যক্তিগত মালিকানা সামান্য কিছু জমি থাকলেও তার পাশেই থাকা সরকারি খাস জমিও দখল করে নেন তিনি।
সরকারি সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া মাত্রই ৪ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হন।সরকারি ম্যাপ অনুযায়ী পরিমাপ করে সরকারি জমি দখলের প্রমান পাওয়ায় তাৎক্ষনিকভাবে অবৈধভাবে চলা নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মিতব্য স্থাপনা সরিয়ে নিতে এক দিন সময় দেয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়া নাহলে সরকারিভাবে স্থাপনাটি উচ্ছেদ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক