প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ২:১১ পূর্বাহ্ণ
পাকিস্তানে মিসাইল হামলা চালাল ভারত

আন্তর্জাতিক।। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তার বরাতে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়। এ হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর।
বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। তবে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহতের জবাবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
ভারত হামলা শুরু করার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা। বিলাল মসজিদের পাশে এক বাড়ির বাসিন্দা মোহাম্মদ ওহিদ বলেন, “আমি গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বিস্ফোরণে আমার বাড়ি কেঁপে ওঠে। “আমি দৌড়ে রাস্তায় বের হয়ে দেখি, আশেপাশের লোকজনও একইভাবে বেরিয়ে এসেছে। আমরা বুঝে ওঠার আগেই আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানে, পুরো এলাকায় আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।”
ওহিদ বলেন, তাদের এলাকায় ডজনখানেক মানুষ আহত হয়েছেন; তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। “শিশুরা কাঁদছে, নারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। আমরা সবাই ভীত। কী করব, কিছুই বুঝতে পারছি না। মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল। কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না কেন একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হল। “এটা একেবারে সাধারণ একটা পাড়ার মসজিদ, যেখানে আমরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। এখানে কখনোই কোনো সন্দেহজনক কিছু দেখিনি।” তথ্যসূত্র: বিবিসি
এদিকে ভারতের হামলার পর থেকে মোট পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এর আগে রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছিলেন, অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।
অন্যদিকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি এখন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। এর আগে পাকিস্তানে আক্রমণের পর মঙ্গলবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফোনে রুবিওকে দেশের সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের এ হামলাকে লজ্জাজনক হিসেবে আখ্যা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, “এটা সত্যিই দুঃখজনক। আমি শুধু চাই দ্রুত এই সংকটের অবসান ঘটুক।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক