প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
বরিশাল বেতারের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে শ্রোতা আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

অবেলার ডাক।। বরিশাল বেতারের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে শ্রোতা আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে। আজ (০৭ মে ২০২৫, রোজ বুধবার) সকাল ১০ টার সময় রূপাতলী জাগুয়া ডিগ্রি কলেজে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউদ্দিন জিয়া, বাংলাদেশ বেতার বরিশাল এর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ সহ বেতারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়া গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন জাগুয়া ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন বরিশাল বেতারের ঘোষক-ঘোষিকা সহ কন্ঠশিল্পীরা। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।
এসময় বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠনটি বাংলাদেশ বেতার বরিশালের বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক