নলছিটিতে অপারেশন ডেভিল হান্ট, ইউনিয়ন আওয়ামী লীগ সা:সম্পাদক সহ গ্রেফতার ২

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে (সাড়ে ১০ টার দিকে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) ও মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৩৭)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দলীয় কর্মী মো. আজমল হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে খুনের উদ্দেশ্যে শহরের চায়না মাঠের পূর্ব পাশের এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. আজমল হোসেন এবছরের ২৫ ফেব্রুয়ারি ২৬ জনকে নামীয় এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

(নলছিটি থানার মামলা নং-১২, জিআর-২৫/২০২৫, তারিখ-২৫/০২/২০২৫ ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন-২০০২ এর ২ (অ), (ই) (উ)/৫, তৎসহ ১৪৩/323/324/326/307/436 পেনাল কোড)। নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

  • Related Posts

    নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা…

    নলছিটিতে জোর পূর্বক গাছের তাল কেটে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ২ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *