জুলাই শহীদ পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দিলেন ঝালকাঠির জেলা প্রশাসক

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : আজ, ১৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবর্গের মাঝে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ঝালকাঠি জেলায় শহিদ ৯ জন বীর সন্তানের পরিবারবর্গের হাতে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সন্তান বা স্বামী হারানো শহিদ পরিবারগুলোর এ ক্ষতি অপূরণীয়, তবে তারা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সে বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচেষ্ট। অনুষ্ঠানে শহিদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। এ আয়োজন জাতির প্রতি তাঁদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *