প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল।
২১ মে মঙ্গলবার সকাল দশটায় রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌছান ও ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান,উপ সহকারী প্রকৌশলী সাজেদুল বারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম,ইউপি সচিব সফিকুল ইসলাম ইলিয়াস সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও আস্বস্ত করেন। বেশ কয়েক বছর যাবত নদীর ভাঙনের কবলে পরে এই এলাকার অনেক বারিঘর এবং বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ইতোমধ্যে।
উল্লেখ্য যে এই স্থানেই কিছুদিন আগে আগে পার্শ্ববর্তী দুই ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক