প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ২:২৮ পূর্বাহ্ণ
কথা

কথা
আফজাল হোসেন
কারো কথায় কর্কশতা
কারো কথায় রস,
মন মজানো কথায় মানুষ
হয়ে যায় বশ।
কারো বলা একটি কথা
দিনভর মাথায় ঘোরে,
ভালোবাসায় মেশানো কথায়
মন আনন্দে ভরে।
নম্র কথায় শত্রুতারও
দেয়াল ভেঙ্গে যায়,
কঠিন মনও নরম হয়
কথার মমতায়।
আবেগ মাখা ভালকথায়
বদলে যায় মন,
ভাঙ্গা-গড়ায় সবচেয়ে বেশি
কথার অবদান।
দম্ভকথায় ঘৃণায় মানুষ
দুরে সরে যায়,
দীপ্ত কথায় বুদ্ধিমত্তার
পাই যে পরিচয়।
তাইতো কথা বলতে হয়
ভেবেচিন্তে, ধীরে,
বুঝিয়ে কথা বলতে পারলে
বিপক্ষরাও দলে ভীড়ে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক