প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণ
চামচা

চামচা
শুভ্র দেবনাথ
নেতা সাহেবের চামচা অনেক
ঘুরে আশেপাশে,
চামচা গিরি করে টাকা
কামায় প্রতি মাসে।
চামচা লোকের চামচা গিরি
করাই তাদের পেশা,
চামচা গিরি করে নেতার
মনটা জয়ের আশা।
মাঝে মাঝে চামচা রাও নেয়
নেতা সাহেবের পাট,
তাদের ছাড়া বন্ধ যেন
নিজ এলাকার হাট।
চামচা লোকে চামচা গিরি
করে দিনে রাতে,
চামচা গিরি বেশি বারে
থাকলে নেতা সাথে।
নেতা চলে আগে আগে
চামচা চলে পিছে,
নেতার সর্ব কথায় চামচা
তাল মিলিয়ে নাচে।
যখন নেতার পাওয়ার ফুরায়
তখন চামচার মাতা ঘুরায়,
নেতা পালায় দেশটা ফেলে
চামচা পরে গ্যারা কলে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক