প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
আজব শিক্ষার অহংকার

আজব শিক্ষার অহংকার
ডি এম ইব্রাহীম হোসেন
আগের কালে লোক সকলে
ছিলো ভালো শুনি,
লেখাপড়া জানতো না তাঁরা
তবু ছিলো গুণী।
এঁকে অন্যের মান্য করতো
ছিলো নেতার কদর,
নেতার কথায় উঠতো বসতো
ছিলো সোহাগ আদর।
গাঁয়ের সালিশ গাঁয়ে হতো
মিলতো ভাইয়ে ভাইয়ে,
দুঃখ সবার ঘুচে যেতো
ন্যায্য বিচার পেয়ে।
আগের মানুষ সরল ছিলো
ছিলনা গরল যুক্ত,
খাদ্য খাবার শাক সবজি
ছিলো ভেজাল মুক্ত।
কলিকালের হাওয়া বদল
শিক্ষার হার যে বেশী,
উন্নয়নের ফুলকো ধারায়
বিশ্ববাসী খুশী।
দেশে দেশে হানাহানি
মানুষ মারার ফঁন্দি,
জ্ঞান বিজ্ঞানের হলি খেলায়
মানবতা বন্দি।
লাশের গন্ধে বায়ূ দূষণ
গোলা বারুদের হুংকার,
এই পৃথিবী গোল্লায় গেলো
আজব শিক্ষার অহংকার।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক