

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রঞ্জুকে(৩০) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে (২২ মে) রাতে পৌর এলাকার দক্ষিণ নাঙ্গুলী গ্রামের তার বাড়ী থেকে আটক করে পুলিশের একটি দল। অভিযানের সময় পালিয়ে যান রঞ্জুর স্বামী মিরাজ মাঝি ওরফে শাকিব খান (৩২)।
আটককৃত ইতি আক্তার রঞ্জু নলছিটি পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা নুরে আলম হাওলাদারের কন্যা।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, দীর্ঘ দিন থেকে ওই নারী মাদক কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার ঘরে তল্লাসি করে বিক্রয়ের জন্য মজুদ ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন তিনি ও তার স্বামী গাঁজা ও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত রঞ্জু ও তার স্বামী মিরাজ মাঝীকে আসামী করে মামলা দায়ের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারি রঞ্জুকে আটক করা গেলেও পালিয়ে যান তার স্বামী। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে ওসি আরও জানান।