নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২২ মে ) সকাল দশটায় অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। ইসলামি আই চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে ছানি পরীক্ষা ও নির্বাচিত রোগীদের বরিশালে ফ্রি অপারেশনের ব্যবস্থা, চোখের পাওয়ার মাপা, বিনামূল্যে চশমা বিতরণ এবং চোখের নানা রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া উচ্চ মানের চক্ষু চিকিৎসক ও দক্ষ সার্জনদের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ তছলিম ওয়াহেদ, নাচনমহল কোডেক শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে 'সুমতি কর্মসূচি' (নাচনমহল শাখা কোডেক, নলছিটি) এবং সার্বিক সহায়তা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
উল্লেখ্য, এই ক্যাম্পে উন্নতমানের ফ্যাকো সার্জারির সু-ব্যবস্থা রাখা হয়, যা রোগীদের কাছে অত্যন্ত প্রশংসিত।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক