

নলছিটিতে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :
ঝলকাঠির নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকায় ২৪ মে শনিবার বিকাল ৫ টায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।এসময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা হাল নাগাদ না থাকায় মেসার্স কুদ্দুস স্টোরকে এক হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় জসিম স্টোরকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।