প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ণ
বরিশালে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা উৎসব

অবেলার ডাক।। বাংলাদেশী সাংস্কৃতিক জোট ও কবি সংসদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত কবিতা উৎসব ও নজরুল জন্মজয়ন্তী- ২০২৫ উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ২৪ মে ২০২৫ বিভিন্ন সাহিত্য সংগঠনের লেখক, কবি ও সাহিত্যিকরা এতে অংশগ্রহণ করেন।
এসময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাহবুবুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুস্তফা হাবীব, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এস.এম সাব্বির নেওয়াজ সাগর আরও উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীন, উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারফিয়া খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি পথিক মোস্তফা। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামান মনির এবং উপস্থাপনায় ছিলেন মায়াবী নুপুর। এসময় অন্যদের মতো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন। এসময় তারা নজরুলের অমর কৃতিত্ব কে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বক্তব্যে তারা বলেন, নজরুল শুধু একটি নাম নয় বরং নজরুল মিশে আছে এদেশের মাটি ও মানুষের মাঝে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর, www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: 01516332727
Copyright © 2025 | অবেলার ডাক