সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া।। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনসহ কয়েকজন সাংবাদিককে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে । আবু সালেহ আকন ক্র্যাবের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে বিবৃতিতে সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে দেশি অস্ত্র, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেন ও তাঁর অনুসারীরা ডিআরইউ কার্যালয়ে হামলা চালান। হামলাকারী জাকির হোসেন ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের দোসর।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ডিআরইউ সভাপতি ছাড়াও সংগঠনটির দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মাহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। হামলাকারীরা ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার মালামালসহ ‘টি স্টল’ নামের একটি দোকান গায়েব করে দেন।

দক্ষিণ বঙ্গ প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে ডিআরইউর সদস্য মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

  • Related Posts

    তৃতীয় দিনে নলছিটির স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন,বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।

    তৃতীয় দিনে নলছিটির স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন,বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সরকারি স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে।০৬ অক্টোবর…

    নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন,আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।

    নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন,আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্টাসনোগ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *