প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
নলছিটিতে জিয়াউর রহমান’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি)।। ঝালকাঠির নলছিটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও র্যালি করা হয়।
শুক্রবার( ৩০ মে) সকাল এগারোটায় নেতাকর্মীদের নিয়ে একটি র্যালি শহরের বিভিন্ন শহর প্রদিক্ষন শেষে নলছিটি পাবলিক লাইব্রেরী ও সাংষ্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থিত জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া মোনাজাত ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্য গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান প্রমুখ সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না।
এছাড়া একই দিনে জুমাবাদ উপজেলা মডেল মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক